Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
দক্ষিন মাছুয়াখালী শ্রী শ্রী ঠাকুর বাড়ী দুর্গা মন্দির
Location
মাছুয়াখালী , চম্পাপুর ইউনিয়ন
Transportation
কলাপাড়া উপজেলা থেকে সড়ক পথে মটর সাইকেল বা টমটমে যাওয়া যায়
Details

নবগঠিত চম্পাপুর ইউনিয়নবস্থিত মাছুয়াখালী গ্রামে শ্রীশ্রী ঠাকুর বাড়ী মন্দির রয়েছে। এই মন্দিরে প্রতি বছর সারদীয় মহাসমারোহে তিন দিনব্যাপী বিভিন্ন পুজা ও অনুষ্ঠান হয়ে থাকে। এ পুজানুষ্ঠানের মধ্যে রয়েছে— প্রথম দিন অধিবাস ও সমবেত উপাসনা। দ্বিতীয় দিন উষালগ্নে মঙ্গল আরতি, প্রভাতী শিবসঙ্গীত, শিবপূজা, বিষ্ণুপূজা, গুরুপূজা, সপ্তসতী চণ্ডী পাঠ, পুষ্পাঞ্জলি ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ। বিকালে ধর্মসভা ও বিশ্বশান্তিকল্প্পে সমবেত প্রার্থনা এবং রাতে স্মৃতি মন্দিরে মহাশক্তির পূজা ও সমবেত প্রার্থনা। তৃতীয় দিন শীতলা দেবীর পূজা ও হোম। এ উপলক্ষে বিভিন্ন স্থান হতে বহু পুন্যার্থীর শুভাগমন ঘটে।