১৯৬১ সালে ধানখালী ইউনিয়ন নামে পরিচিত ছিল ।কালের পরিক্রমায় লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ২০১১ইং সালে ধানখালী ইউনিয়নকে দ্বিখন্ডিত করে রাবনাবাদ ও আগুনমুখা নদীর তীর ঘেষে চম্পাপুর ইউনিয়ন নামে একটি ইউনিয়ন গঠিত হয় । চালিতাবুনিয়ার 'চ" মাছুয়াখালীর 'ম' পাটুয়ার 'প" দেবপুরের 'পুর" এর সমন্বয়ই চম্পাপুর ইউনিয়ন গঠিত হয়। চম্পাপুর ইউনিয়ন সৃষ্টির লগ্নে প্রথম প্রশাসক হিসাবে কলাপাড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ বদিউর রহমান বন্টিন নিয়োগ প্রাপ্ত হন। ২০১৩ সালে নির্বাচন হলে মোঃ রিন্টু তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হন। ০৫টি গ্রাম নিয়ে উক্ত ইউনিয়ন গঠিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস